হ-বাংলা নিউজ:অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল শুরু হয়েছে। এর ধারাবাহিকতায়, সুনামগঞ্জ জেলার চার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির আওতায় এসেছে।
বদলিকৃত ওসিরা হলেন: শাল্লা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আকবর হোসেন, এবং মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।
মঙ্গলবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ হেডকোয়ার্টার সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (বিপিএম) স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী জনস্বার্থে এই বদলি করা হয়। বদলিকৃত ওসিদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

