জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসছেন ড. মুহাম্মদ ইউনূস

হ-বাংলা নিউজ: জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন।

ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা নিয়ে নিউইয়র্কে তীব্র আলোচনা ও বিরোধ শুরু হয়েছে। প্রতিদিনই পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন হচ্ছে।

নিউইয়র্কের বিভিন্ন সংগঠন ড. ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিতে আগ্রহ প্রকাশ করলেও অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারিভাবে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

এই সংবর্ধনার আয়োজন ম্যানহাটনের টাইমস স্কয়ারের পাশে অবস্থিত ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে হবে। যদিও প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের মধ্যে তোরজোড় চলছে।

বিএনপিপন্থি নাগরিক সমাজ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পরিচালিত বাংলাদেশ সোসাইটি সহ অন্যান্য মহল সংবর্ধনার আয়োজন নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইতোমধ্যেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলে ড. ইউনূসের সংবর্ধনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই অনুষ্ঠান আয়োজন করবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল।

বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে, ড. ইউনূস একজন বিশ্ববিখ্যাত এবং নিরপেক্ষ ব্যক্তি। তাদের মতে, প্রবাসীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার দাবিদার বাংলাদেশ সোসাইটি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ড. ইউনূসের নিউ ইয়র্ক সফরকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের পতনের পর দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে জেএফকে বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শনের পাশাপাশি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

২৭ সেপ্টেম্বর ড. ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার ভাষণে তরুণ প্রজন্মের নেতৃত্ব তুলে ধরবেন। এছাড়া, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিসহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ড. ইউনূসের সফরকালে তার সঙ্গে ২০-২৫ জন সফরসঙ্গী থাকবে, যার মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ৭ জন কর্মকর্তা রয়েছেন। অন্যান্য সফরসঙ্গীদের মধ্যে ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, বিশেষ সহকারী মাহফুজ আলম এবং একান্ত সচিব শাব্বীর আহমদ অন্তর্ভুক্ত।

অন্য সময়ের মতো এবার জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের বিশাল কোনো প্রতিনিধিদল অংশ নিচ্ছে না। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *