নেত্রকোনা জেলা কারাগারের কয়েদি আলী আহমেদ খান শিপন মিয়ার মৃত্যু

হ-বাংলা নিউজ: নেত্রকোনা জেলা কারাগারের কয়েদি আলী আহমেদ খান শিপন মিয়া (৩৮) মারা গেছেন। কারাগার কর্তৃপক্ষ ও তার পরিবারের দাবি, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপন মিয়া নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলি এলাকার মরতুজ আলীর ছেলে।

নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসমিয়া হোসেন অনন্যা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।”

কারা পুলিশ সূত্রে জানা গেছে, আলী আহমেদ খান শিপন মিয়া ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের সময় গ্রেফতার হন। বৃহস্পতিবার বিকালে কারাগারে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার সকালে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা কারা পুলিশের শাহিনুল ইসলাম জানান, শিপন মিয়া বুকে ব্যথা অনুভব করছিলেন, তাই তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে, তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *