হ-বাংলা নিউজ: পরীমনি অভিনীত অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ ৮ আগস্ট মুক্তির কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে মুক্তি স্থগিত করা হয়েছে। সিরিজটি চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পরীমনি সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন।
এ বিষয়ে পরীমনি জানান, ‘সিরিজটির মুক্তির জন্য আমি অপেক্ষা করছি। এটি আমার জন্য বিশেষ। দেশের পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে গেছে। পরিচালকের সঙ্গে কথা হয়েছে এবং চলতি মাসের শেষে মুক্তির সম্ভাবনা রয়েছে।’
পরীমনি দেবরাজ সিনহার পরিচালনায় কলকাতার একটি ছবিতে ‘ফেলুবকশি’ নামে অভিনয় করেছেন। বর্তমানে ছবির ডাবিং বাকি। ভিসা জটিলতার কারণে কলকাতা গিয়ে ডাবিং করতে পারছেন না তিনি। পরীমনি বলেন, ‘পুরোনো ভিসা নেই এবং নতুন ভিসা পেতে সমস্যা হচ্ছে। কবে ভিসা পাব এবং কবে যেতে পারব, তা নিশ্চিত নয়। এটি আমার কলকাতার প্রথম ছবি এবং আমি চাই দ্রুত শেষ হয়ে মুক্তি পাক।’
‘ফেলুবকশি’তে কাজ করতে গিয়ে পরীমনি কলকাতার আরেকটি ছবিতে কাজের সুযোগ পেয়েছেন, কিন্তু ছবির বিস্তারিত এখনই জানাতে চান না। তিনি বলেন, ‘কাজটি চূড়ান্ত করেছি, তবে বিস্তারিত এখন বলা যাবে না। বাংলাদেশেও ১০ দিন শুটিং হবে বলে শুনেছি। ছবিতে বড় বড় তারকারা থাকায় প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আয়োজন করে সংবাদ দেওয়া হবে।’
বর্তমানে পরীমনির হাতে বাংলাদেশের কোনো সিনেমা নেই। তিনি বলেন, ‘আমি দুটি সন্তানের যত্ন নিচ্ছি। সন্তানদের আগে, পরে কাজ। যতটুকু সময় পাই, কাজ করি। এখন তাদের সময় দেওয়ার সুযোগ রয়েছে, বড় হলে তারা নিজের মতো থাকতে চাইবে। তাই এই সময়টাকে আমি মিস করতে চাই না।’
অনেকে পরীমনিকে মা হিসেবে প্রশংসা করেন। এ বিষয়ে তার মন্তব্য, ‘এমন প্রশংসা মানুষ এমনি এমনি করে না। আমার সন্তানের প্রতি আবেগ ও ভালোবাসা মানুষ দেখে। একজন মায়ের শান্তি পৃথিবীর কেউ ভাগ করে নিতে পারে না। আমি সন্তানদের নিয়ে সেই শান্তির মধ্যে সময় কাটাচ্ছি।
