সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধনে বিএএসজে এর ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান’ অনুষ্ঠিত

হ-বাংলা নিউজ: সুব্রত চৌধুরী-নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাউথ জারসি (বিএএসজে) এর উদ্যোগে ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান’ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ আগষ্ট, মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলে ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান’ এর কার্যক্রম।

অনুষ্ঠানমালায় ছিল সুহৃদ সমাবেশ, আড্ডা, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, গুণীজন সম্বর্ধনা,ব্যাক টু স্কুল কার্যক্রমের অধীনে স্কুল সামগ্রী বিতরন, মেজবান ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা ও এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ।

এছাড়া আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, কাউন্সিল ওম্যান এট লারজ স্টিফ্যানি মার্শাল,গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ঊমর,লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক্যাপরিও,ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জো সালেরনো প্রমুখ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বানভাসিদের সাহায্যের লক্ষ্যে তহবিল সংগ্রহ করা হয়। প্রবাসীরা ব্যাপকভাবে তাতে অংশগ্রহন করে।

‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান’ সফল করার লক্ষ্যে আয়োজক কমিটির আহবায়ক মোঃ আইয়ুব ও সদস্য সচিব মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী নিরলস শ্রম দিয়ে গেছেন। তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে গেছেন বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।

বিভিন্ন কমিউনিটির হাজার হাজার লোকের অংশগ্রহনে অনুষ্ঠানটি সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধনে কমিউনিটির মিলনমেলায় পরিনত হয় ।

বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সাউথ জার্সিতে সাড়া জাগানো এই উৎসব সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান’ আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *