মরেনোভ্যালী স্পোর্টস ক্লাব (MVSC) আয়োজিত কেরাম টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলাঃ মরেনোভ্যালি স্পোর্টস ক্লাব (MVSC) আয়োজিত আসন্ন কেরাম ও লুডু প্রতিযোগীতার ড্র অনুষ্ঠিত হয়েছে গত ২৫শে মে রোজ রবিবার। সংগঠনের অন্যতম সদস্য সিটি অব প্যারিসের বাসিন্দা জনাব আল মাসুকের বাস ভবনে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই ড্র।

ড্র অনুষ্ঠানের প্রাক্কালে MVSC’র সকল কর্মকর্তাবৃন্দ, ফেইসবুক লাইভ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রেজিষ্ট্রিকৃত প্রতিযোগী সহ কমিউনিটির অনেক গন্যমান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ড্র অনুষ্ঠানের পূর্বে এক স্বাগত বক্ত্যবে জনাব মাসুক টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে গিয়ে আমাদের জানান যে, মরেনোভ্যালী স্পোর্টস ক্লাব অত্যন্ত আনন্দচিত্তে সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে। টুর্নামেন্টের জন্য যাবতীয় প্রস্তুতি তারা ইতিমোধ্যেই সম্পন্ন করেছে।

এবং তারা আশা করে যে অনুষ্ঠানের দিন কমিউনিটির সর্বস্তরের সদস্যগণ উপস্থিত হয়ে তাদের মহতি উদ্দেগ্য কে আরো এগিয়ে নিতে সহযোগিতার হাত সম্প্রসারণ করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *