খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলা নিউজঃ খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে, খেলাধুলা মনে প্রশান্তি আনয়ণ করে।এই উপলব্দি থেকেই মরেনোভ্যালি স্পোর্টস ক্লাব(MVSC) এর উদ্দোগে আগামী ১০ই সেপ্টেম্বর, রবিবার লেক প্যারিসে 17801 Lake Perris BLVD, Perris, CA 92571. দাবা ও লুডু প্রতিযোগীতা ও সামার পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদিন ব্যাপী উক্ত অনুষ্ঠানটি সবার জন্য উন্মোক্ত। থাকবে ফ্রি লাঞ্চের ব্যবস্থা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি অব মরেনোভ্যালীর মাননীয় মেয়র।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দাবা ও লুডু প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় ট্রফি এবং প্রাইজ মানি থাকবে। মরেনোভ্যালি স্পোর্টস ক্লাব কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন এবারের ইভেন্টটি তাদের দ্বিতীয় উদ্দ্যোগ। এর আগে তারা প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি ক্যারম প্রতিযোগীতা সফলভাবে আয়োজন করেছিল। উল্লেখ্য, মরেনোভ্যালি স্পোর্টস ক্লাবটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারের সিটি অব মরেনোভ্যালির একদল খেলাপ্রেমী তরুণ এর অনন্য উদ্যোগ। প্রতিষ্ঠার পর থেকে বেশ সুনামের সহিত এটি পরিচালিত হচ্ছে। সংগঠনটি উল্লেখযোগ্য নেতৃবৃন্দগন হলেন জনাব আল মাসুক, শামীম আহমেদ, ফজলুল হক মিন্টু, দেলোয়ার হোসেন, পলাশ রাহমান, ফিরোজ প্রমুখ। আগামী ১০শে সেপ্টেম্বরের অনুষ্ঠানকে সফল করার জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের মরেনোভ্যালি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে জনাব আল মাসুক বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
