জালালাবাদ এসোসিয়েশান ক্যালিফোর্নিয়া ইনক এর ঈদ পূনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলা নিউজঃ “এসো মিলি হৃদয়ের আহবানে, মিলনের উৎসবে”। এই স্লোগানকে সামনে রেখে এক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশান অব ক্যালিফোর্নিয়া ইনক এর ঈদ পূনর্মিলনী ও বাৎসরিক পিকনিক। ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডের ম্যাগনেলিয়া পার্কে অনুষ্ঠিত উক্ত পিকনিকে সকল শ্রেনী পেশার প্রবাসী বাংঙ্গালীরা উপস্থিত হয়েছিলেন। সিলেটি ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানে আগত অতিথিদের আন্তরিক অভ্যর্থনা ও আপ্যায়ন করা হয়। জালালাবাদ এসোসিয়েশানের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ নাসের জেবুলের প্রান্তবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আবুল হাসনাত রায়হান। পিকনিকে অতিথিদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হয়েছিল এবং বিজয়ীদের জন্য ছিল আকর্ষনীয় পুরষ্কার। ছোট ছেলে মেয়েদের জন্য জাম্পারের ব্যবস্থা ছিল।সকলের জন্য উন্মুক্ত  ছিল রাফেল ড্র। অতিথি আপ্যায়নে দেশীয় সুস্বাদু খাবারের সুব্যবস্থা ছিল। সব কিছু মিলিয়ে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ একটি সুন্দর দিন অতিবাহিত করল জালালাবাদের ঈদ পূনর্মিলনী ও পিকনিকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সভাপতি আবুল হাসনাত রায়হান ও সাধারণ সম্পাদক সৈয়দ নাসের জেবুল পিকনিক সফলভাবে সম্পন্ন করায় জালালাবাদ এসোসিয়েশানের সকল কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগত অতিথিদের তাদের আমন্ত্রণ রক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *