ক্যালিফোর্নিয়ার সিটি অব প্যারিসে লালন মেলা অনুষ্ঠিত।

হলিউড বাংলা নিউজঃ বাউল সাধক লালনের জনপ্রিয়তা যে এখনো আকাশচুম্বী তা আরো একবার প্রমানিত হলো সুদুর প্রবাসে ক্যালিফোর্নিয়ার রাজ্যের সিটি অব প্যারিসে লালন মেলা অনুষ্ঠানের মাধ্যমে। লালনের কালজয়ী গানের ভক্তরা দলে দলে ছুটে এসেছিলেন সিটি অব প্যারিসের সিটি হলে লালনের গানের মাধ্যমে তাদের হৃদয় রাঙানোর জন্য।গত ৩০শে আগস্ট সিটি অব প্যারিসের সিটি হলে অনুষ্টিত উক্ত লালন মেলায় স্থানীয় শিল্পীবৃন্দ ছাড়াও বাংলাদেশ থেকে গান করতে এসেছিলেন প্রতীক হাসান ও রেশমী মির্জা। মেলা উদ্ভোধন করেন মেয়র মাইকেল ভার্গাস। বিশেষ অতিথি ছিলেন কংগ্রেসম্যান মার্ক তাকানো। প্রবাসী বাঙালিদের প্রানের মেলায় পরিনত হয়েছিল এই লালন মেলা।

দেশীয় আমেজের খাবার সমৃদ্ধ বাহারি স্টল, কেনাকাটার জন্য কাপড়, জুয়েলারীর স্টল মেলার সৌন্দর্য বর্ধন করেছিল অনেকখানি। মেলার অন্যতম আয়োজক মোহাম্মদ রহমান রাজু মেলায় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মেলা সফল করার জন্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *