হলিউড বাংলা নিউজঃ এক বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে লস এন্জেলেস শহর সংলগ্ন নর্থ হলিউডে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে উৎসবমূখর বৈশাখী মেলা। পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩০।
বাঙ্গালীর ঐতিহ্য বাংলা নববর্ষ। আর এই নববর্ষ ১৪৩০ সালকে স্বাগত জানাবার জানাবার জন্য বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মৃৎ, হস্তশিল্প, আকর্ষনীয় পন্য সামগ্রী ও মেলা প্রাঙ্গনকে দৃস্টিনন্দন আলপনা একে বর্নীল সাজে সজ্জিত করা হয় বৈশাখী উৎসব পালন এলাকা চত্তর।
বৃহত্তর লস এন্জেলেসর প্রচুর সংখ্যক বাংলাদেশী পরিবার ও তাদের আত্মীয় স্বজন নিয়ে দেশীয় ঐতিহ্যের হরেক রকম পোষাক পড়ে বৈশাখী মেলায় অংশগ্রহন করেন এবং মেলা প্রাঙ্গনকে করে তোলেন অনিন্দ্য সুন্দর।
আয়োজকবৃন্দের সাজানো গোছানো মেলা আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের সুস্বাদু পিঠা এবং প্রবাসী বাংলাদেশী শিল্পীদের নিয়ে পরিবেশীত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজনের পিছনে যারা ভুমিকা রেখেছেন তারা হলেন জনাব জাকির খান, টিপু সুলতান, হিলটন, মাহবুব, শাহ আলম খান চৌধুরী, আশফাক হোসেন টিটু হোসেন।
দুপুর থেকে শুরু হয়ে নববর্ষের এই নান্দনিক অনুষ্ঠানটি চলে রাত পর্যন্ত। নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে এটিকে সার্থক করে তুলার জন্য আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বৈশাখী অনুষ্ঠানের প্রধান আয়োজক জনাব জাকির খান।
