হ- বাংলা নিউজ আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৭ মার্চ, সোমবার দুপুরে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন” করা হয়েছে।
ওইদিন দুপুর সাড়ে বারোটায় (স্থানীয় সময়) সিটি হল (নগর ভবন) এর সন্মুখস্থ কোর্ট ইয়ার্ডে এই উপলক্ষে অনুষ্ঠানমালায় আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল প্রধান অতিথি হিসাবে স্বাগতঃ ভাষন দেন।
পবিত্র গীতা ও কুরআন থেকে পাঠের মাধ্যেমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ও শীলা আজিজের কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এই সময় ফ্ল্যাগ স্ট্যান্ডে সগর্বে পতপত করে উড়ছিল বাঙালির অহংকার লাল সবুজের জাতীয় পতাকা।
অনুষ্ঠানে আটলানটিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলানটিক সিটির অগ্নি নির্বাপন বিভাগের প্রধান স্কট ইভানস, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, সংগঠনের ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, বিএএসি সভাপতি শহীদ খান, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আটলানটিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আহমদ, বিএএসজের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজামান, কমিউনিটি ব্যক্তিত্ব তৌহিদুল ইসলাম, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুবউদ্দীন এমরান, বিএনপি সভাপতি সৈয়দ কাউসার শাহীন ও সাধারন সম্পাদক মোঃ রহমান বাবুল, বেংগল ক্লাব সভাপতি মোঃ ফেরদৌস, বাংলাদেশ লায়নস ক্লাব সভাপতি কনক রাউথ, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আকবর হোসেনকে কমিউনিটির উন্নয়নে তাঁদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।
মিমি নিমবো অনুষ্ঠান সঞ্চালণা করেন।অনুষ্ঠানে আটলানটিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,কাউন্সিলম্যান জেসি কার্টজ, কাউন্সিলম্যান প্রার্থী জেফ ডরসি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
মাননীয় মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদেরকে স্বাধীনতা দিবসের শুভেচছা জানান এবং আটলান্টিক সিটিতে বহুজাতিক সমাজ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা “জয় বাংলা” শ্লোগানে অনুষ্ঠান প্রাংগন মাতিয়ে রাখেন।
“বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন” অনুষ্ঠানে জাতির গর্ব বীর মুক্তিযোদধাদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত ছিল বলে অনেকে মত প্রকাশ করেন।
আটলানটিক সিটির নগর কর্তৃপক্ষেরমাল্টিকালচারাল সার্ভিসেস এই অনুষ্ঠানের আয়োজক ছিল।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।
