কোমরে পিস্তল রাখা সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

কোমরে পিস্তল গুঁজে সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জনমনে ভীতি প্রদর্শন, জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করা হয়। ওই ছাত্রলীগ নেতার নাম সুভ্রদেব সিং (২৫)।

তিনি বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম মহল্লার ঋষিপাড়া মহল্লার বাসিন্দা।গত শনিবার সকালে একটি নীল রঙের জামা পরে ফেসবুকে ব্যক্তিগত আইডি ‘সুভ্রদেব সিং’–এ একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তাঁকে পেছনের দিক থেকে দেখা যাচ্ছিল এবং ডান কোমরে একটি কালো রঙের পিস্তলসদৃশ্য বস্তু গোঁজা ছিল। ছবিতে তাঁর মুখ ছিল সামনের দিকে। ছবির ক্যাপশনে এই ছাত্রলীগ নেতা লেখেন, ‘দেবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।’

এ পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হলে পরে সুভ্রদেব সিং এই পোস্ট তাঁর ফেসবুক আইডি থেকে মুছে ফেলেন। গতকাল রোববার বেলা তিনটার দিকে বোয়ালমারী বাজার এলাকা থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, ওই ছাত্রলীগ নেতার নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলা দায়েরের পর তাঁর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আবদুল ওহাব আরও বলেন, ‘ওই ছাত্রলীগ নেতারা কোমরে যে পিস্তল ছিল, সেটি তিনি আমাদের দেখাতে পারেননি। তাঁকে নিয়ে কয়েক জায়গায় তল্লাশি করেও তার হদিস পাওয়া যায়নি। সেটি সত্যিকারের পিস্তল, নাকি খেলনা, তা নিয়েও পুলিশ নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী বলেন, এ ব্যাপারে একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *