রমজান মাসে পাকিস্তান কেন ভালো খেলে, বললেন মিকি আর্থার

রমজান মাসের মধ্যেই আজ শুরু হয়েছে পাকিস্তান-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। আর এই মাসে খেলতে নামলে পাকিস্তানি ক্রিকেটাররা বিশেষভাবে উজ্জীবিত থাকেন বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধান কোচ মিকি আর্থার।

বর্তমানে ডার্বিশয়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্বে আছেন আর্থার। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর রমজান মাসের প্রভাব নিয়ে কথা বলেছেন।রমজান মাসে ধর্মীয় বিশ্বাস কীভাবে পাকিস্তানি খেলোয়াড়দের প্রভাবিত করে, তা জানাতে গিয়ে আর্থার বলেছেন, ‘আমি মনে করি, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অন্য একটি সংস্কৃতিতে প্রবেশ করা। এর (রমজানের) নৈতিকতা ও মূল্যবোধ দ্বারা আমি খুবই মোহিত হয়েছি। এই সংস্কৃতি খুবই শুদ্ধ ও ভালো। মুসলিমদের বিশ্বাসের জন্য রমজানের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আমরা মানসম্মত ক্রিকেট খেলেছি। আমরা সব সময় সফলও হয়েছি।’২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার। তাঁর সময়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়সহ বেশি কিছু সাফল্য পায় পাকিস্তান।

নিজের সময়ে রমজান মাসে পাকিস্তান ক্রিকেটের সাফল্যের কিছু উদাহরণও তুলে ধরেন আর্থার, ‘রমজানে আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। রমজানেই আমরা লর্ডসে টেস্ট জিতেছি। যেটা আমার গুরুত্বপূর্ণ লেগেছে, তা হলো নিজেদের বিশ্বাস এবং রমজানের প্রতি খেলোয়াড়দের নিবেদন। এটা খুবই দারুণ ব্যাপার। পাশাপাশি যেটা উজ্জীবিত করে, তা হলো যেভাবে খেলোয়াড়েরা এর সঙ্গে মানিয়ে নেয়, সেটা। এটা খুবই দারুণ।’বছরের শুরুতে আর্থারকে আবারও পাকিস্তানের ক্রিকেটে ফেরানোর কথা শোনা যায়। পিসিবি সভাপতি নাজাম শেঠি সে সময় বলেছিলেন, ‘মিকি আর্থারের সঙ্গে আমি অধ্যায়টা শেষ করিনি। আমি ব্যক্তিগতভাবে মিকির সঙ্গে দর–কষাকষি করছি। আমরা বিষয়টি ৯০ শতাংশ সমাধান করেছি। আশা করি, আমরা খুব শিগগির তার যুক্ত হওয়ার খবর দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *