মোংলায় ড্রেজারের পাখার আঘাতে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের মোংলা বন্দরে একটি ড্রেজারে কাজ করা সময় দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বন্দরের ৫ নম্বর জেটি–সংলগ্ন পশুর নদে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে আটটার ড্রেজারের পাখায় জড়ানো অবস্থায় ওই লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নাঈম দেওয়ান (২৮) নামের ওই শ্রমিকের বাড়ি মুন্সিগঞ্জে।মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আরদেশ আলী বলেন, বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ নামের একটি ড্রেজারে শ্রমিকের কাজ করতেন নাঈম। বিকেলে ড্রেজারের পাখা পরিষ্কার করছিলেন তিনি। এ সময় হঠাৎ পাখা খুলে তাঁর শরীরের ওপর পড়ে। পাখার আঘাতে তিনি পানিতে পড়ে যান। এরপর অনেক খোঁজ চালিয়েও নাঈমকে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয় বন্দর কর্তৃপক্ষ। পরে রাত সাড়ে আটটার দিকে ড্রেজারের পাখায় জড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করা হয়।

বন্দরের নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মিন্টু হাসান বলেন, এ বিষয়ে প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হবে। পরবর্তী তদন্তের জন্য মরদেহটির ময়নাতদন্ত হবে। নাঈমের বাড়িতে তাঁরা খবর দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *