নতুন বর্ষে “ইউ এস বাংলা এসোসিয়েশান” এর প্রথম সাধারণ মিটিং অনুষ্ঠিত।

হলিউড বাংলা নিউজঃ গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় সংগঠন ইউ এস বাংলা এসোসিয়েশান এর এক সাধারণ সভা। সংগঠনের সিনিয়র সদস্য জনাব কায়সার আহমেদের বাসভবনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউ এস বাংলা এসোসিয়েশনের সভাপতি জনাব খায়রুজ্জামান মামুন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব ইফতেখার মাহমুদ। সাধারণ সভায় বোর্ড অব ডিরেক্টরদের মোধ্য আরো উপস্থিত ছিলেন জনাব নিজাম ইসলাম, জনাব ইসমাইল হোসেন, জনাব রচি। বিশেষ আমন্ত্রণে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব ইঞ্জিঃ শহিদ আলম, জনাবা রশনি আলম, জনাব আহসান হক দিপু, জনাব কামরুল ভূইয়া, জনাব সজীব ইফতি। ইউ এস বাংলা এসোসিয়েশানের সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে একটি ফলপ্রসূ ও প্রানবন্ত আলোচনা হয়। আগামী দিনে সংগঠনটিকে কিভাবে ঢেলে সাজিয়ে আরো কার্যকর ও গতিশীল করা যায় এ ব্যাপারে উপস্থিত ব্যাক্তিবর্গ তাদের মুল্যবান পরামর্শ প্রদান করেন। ইউ এস বাংলা এসোসিয়েশানের নেতৃবৃন্দ বক্তাদের সুনির্দিষ্ট পরামর্শ গুলি মনযোগ দিয়ে শুনেন এবং সে গুলো ভবিষ্যতে যথা সম্ভব বাস্তবায়ন করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন। সভা শেষে সকলে মিলে একসাথে রাতের খাবার গ্রহন করেন এবং অনেক রাত পর্যন্ত খোশ গল্পে থাকেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *