নির্বাচন নিয়ে বাইডেনের পরিকল্পনা জানালেন স্ত্রী জিল

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই অনুযায়ী পরিকল্পনা করছেন তিনি। জো বাইডেনের স্ত্রী ও যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন এ কথা জানিয়েছেন। যদিও বাইডেনের পক্ষ থেকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা এখনো আসেনি। আফ্রিকার দেশ নামিবিয়া ও কেনিয়া সফর শেষে সম্প্রতি ফিরেছেন জিল বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পক্ষ থেকে জিল বাইডেনের কাছে পরবর্তী নির্বাচন নিয়ে তাঁর স্বামীর পরিকল্পনা জানতে চাওয়া হয়।জবাবে ফার্স্টলেডি জিল বাইডেন বলেন, হ্যাঁ, তিনি (জো বাইডেন) দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক পরামর্শকদের সঙ্গে আলাপ করেছেন।দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে বাইডেনের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বয়স। তাঁর এখন ৮০ বছর বয়স চলছে। এত বছর বয়সে এসে তিনি নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সম্প্রতি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার পর বাইডেনের চিকিৎসক ঘোষণা দিয়েছেন, তিনি শারীরিকভাবে ‘দায়িত্ব পালনে পুরোপুরি উপযুক্ত’।

চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত রয়টার্স ও ইপসসের জরিপে বলা হয়েছে, প্রায় ৪৬ শতাংশ মানুষ মনে করেন সরকারি কাজ পরিচালনার জন্য জো বাইডেন অনেক বেশি বয়স্ক। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ শতাংশ বাইডেনের দল ডেমোক্র্যাট দলের। ৪৯ শতাংশ স্বাধীন ভোটার।এ ছাড়া রয়টার্স বা ইপসসের জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ মনে করছেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন প্রার্থী হবেন, এটা তাঁরা বিশ্বাস করেন না। আর দল-মতনির্বিশেষে ৭১ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন বাইডেন প্রার্থী হবেন না।২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাঁর বয়স হবে ৭৮ বছর। প্রতিদ্বন্দ্বিতার জন্য ট্রাম্প ইতিমধ্যে কাগজপত্র দাখিল করেছেন।ট্রাম্পের দল থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাঁর আমলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত ও সাউথ ক্যারোলাইনার সাবেক গর্ভনর নিকি হ্যালি। আরও প্রার্থী হচ্ছেন ৩৭ বছরের ভারতীয়-আমেরিকান বিবেক রামাস্বামী। তবে ডেমোক্র্যাট দল থেকে এখনো কেউ প্রার্থিতার ঘোষণা দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *