ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ৯ জনের মৃত্যু

শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে। ঘূর্ণিঝড় ও এ থেকে সৃষ্ট ভারী বৃষ্টিতে ওই এলাকায় স্থানীয় সময় গতকাল শুক্রবার অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝড়ের ফলে ১০ লাখের বেশি বাসাবাড়ি বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর ও সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ জানিয়েছে, গতকাল রাতের মধ্যেই শক্তিশালী এই ঘূর্ণিঝড় দক্ষিণ উপকূল থেকে সরে উত্তর–পূর্ব উপকূলের দিকে অগ্রসর হয়েছে।

এদিকে ঝড়ের ফলে মিশিগানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্য পর্যন্ত ভারী তুষারপাত এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, ঝড়ের ফলে সৃষ্ট দুটি টর্নেডো গতকাল তাঁর রাজ্যের পশ্চিম অংশে আঘাত হানে। প্রতিকূল আবহাওয়ার ফলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে কেন্টাকিতে। এদিকে ফায়েতে কাউন্টির করোনার কার্যালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় সেখানে গাছ উপড়ে পরে এক নারীর মৃত্যু হয়েছে।আলাবামার গভর্নর কে ইভে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে তাঁর রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাননি। এদিকে আরাকানসাস অঙ্গরাজ্যে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের সময় পানিতে তলিয়ে যাওয়া এক সড়কে গাড়ি চালানোর সময় নদীতে পরে এক ব্যক্তি মারা গেছেন।মিসিসিপির গভর্নর টেট রিভস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শক্তিশালী ঘূর্ণিঝড়ের সময় ঝোড়া হাওয়ার কারণে তাঁর রাজ্যে একজন মৃত্যু হয়েছে।যুক্তরাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোয় ১৪ লাখের বেশি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *