সাকিবকে পাওয়ার আশা মোহামেডানের

জাতীয় দল ও বিসিএলে ব্যস্ত ক্রিকেটারদের সুযোগ ছিল অনলাইনে ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল করার। বেশির ভাগ ক্রিকেটার তা-ই করেছেন। কিন্তু সাকিব আল হাসান আজ সকালে সশরীর সিসিডিএম কার্যালয়ে গিয়ে করলেন দলবদল। এবার তিনি প্রিমিয়ার লিগ খেলবেন মোহামেডানের হয়ে।সাকিবের সঙ্গে মোহামেডানের কথাবার্তা আগে থেকেই পাকা। ২০২১ সালে মোহামেডানের হয়ে খেলেছিলেন। গতবারও চুক্তি ছিল ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে। কিন্তু সুপার লিগে না ওঠায় সাকিবকে ছেড়ে দেয় মোহামেডান। পরে তিনি সুপার লিগে খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। এবার আবার ফিরলেন মোহামেডানের জার্সিতে।প্রিমিয়ার লিগে দলবদলের শেষ দিনের বড় ঘটনা এটাই। সিসিডিএম কার্যালয়ে এসে দলবদল করেই চলে যান বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক। তবে সাকিব প্রিমিয়ার লিগের কয়টি ম্যাচ খেলতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন আছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ মার্চ। সুপার লিগের খেলাগুলো হবে ঈদের পর।এর মধ্যে বাংলাদেশ দল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সে সিরিজ শেষ হতে না হতেই ইংল্যান্ড সফরে যাবেন তামিমরা। সেখানে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইপিএল তো আছেই।এত ব্যস্ততায় সাকিবকে প্রিমিয়ার লিগে দেখা যাবে কি না, এ ব্যাপারে সাকিবকে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি। তবে মোহামেডানের আশা, প্রিমিয়ার লিগের সুপার লিগে সাকিবকে পাওয়া যাবে। আজ সিসিডিএম কার্যালয়ে মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, ‘সাকিবের ব্যস্ততা আছে ঠিকই। যেহেতু ঈদের পর সুপার লিগ হবে, আশা করছি, তাঁকে আমরা সুপার লিগে পাব।’সাকিব ছাড়াও আজ দলবদল করেছেন জাতীয় দলের হয়ে খেলা দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও এনামুল হক জুনিয়র। দুজনই খেলবেন মোহামেডানে। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, শুভাগত হোমও আছেন সাকিবের দলে।মোহামেডান ছাড়াও শাইনপুকুর, ব্রাদার্স ইউনিউন, গাজী গ্রুপ ক্রিকেটার্স দলের কিছু ক্রিকেটার আজ দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছেন। এর আগে গত পরশু দলবদলের প্রথম দিনে দল গুছিয়ে নিয়েছে আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জ, রূপগঞ্জ টাইগার্স, শেখ জামাল অগ্রণী ব্যাংক, ঢাকা লেপার্ডসও সেদিন দলবদল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *