ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব’

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। গত বৃহস্পতি ও শুক্রবার এই উৎসব চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও কৃষি উন্নয়নকর্মী শাইখ সিরাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বাহারি নাম ও দেশীয় সাজসজ্জার হরেক রকমের পিঠাপুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা নিয়ে স্টলগুলোতে হাজির হন।

তাঁদের বৈচিত্র্যময় সব উপস্থাপনায় দুই দিনই কোলাহলমুখর হয়েছিল উৎসবস্থল।
বৃহস্পতিবার সকালে উৎসব উদ্বোধনের পর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কালচারাল ক্লাবের পিঠা উৎসব উদ্যোগের প্রশংসা করেন শাইখ সিরাজ। বক্তব্যে বাংলার গ্রামীণ জনপদের বিভিন্ন উৎসবের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বেশি লালন করার উপদেশ দেন।উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী বলেন, এ উৎসব বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। পিঠা উৎসবের মতো বাঙালি ঐতিহ্যের সব উৎসব মাঝেমধ্যে আয়োজন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।  

এরপর অনুষ্ঠানের অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী ও সহ–উপাচার্য এম নূরুল ইসলামসহ অন্যরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও ক্যাম্পাসের আশপাশের সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *