ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) চলতি বছরের স্প্রিং সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া।অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার এবং সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে ওঠার জন্য নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মগুলো তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে ইউআইইউয়ের দুজন প্রাক্তন শিক্ষার্থী এবং দুজন নবাগত শিক্ষার্থী বক্তব্য দেন।
নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) এএসএম সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অবিভাবকেরা।
