সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ১৮ বছর আজ। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারান তিনি। ওই ঘটনায় কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। নিয়মিত সাক্ষী হাজির না হওয়ায় বারবার সাক্ষ্য গ্রহণের তারিখ পেছাচ্ছে। দীর্ঘ সময়েও এ হত্যা মামলার বিচার কাজ শেষ না হওয়া নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন শাহ এ এম এস কিবরিয়ার ছেলে গণ অধিকার পরিষদের সভাপতি ও অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয় তাঁর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান।রেজা কিবরিয়া: আজ থেকে ১৮ বছর আগে আমার বাবা হবিগঞ্জে গ্রেনেড হামলায় মারা যান। এ হত্যাকাণ্ডের পর আমরা পরিবারের পক্ষ থেকে দাবি করে আসছি এর সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য। কিন্তু ১৮ বছর পরও সেই হত্যার বিচার হয়নি। কেন হচ্ছে না? তা হয়তো দেশবাসী ভালো করে অনুমান করতে পারছেন। এ সময়ের ভেতর দুই বছর বিএনপি সরকার, দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ও ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে কেন এ বিচার করতে পারেনি? কেন বিচার করতে চায় না, এটা কিছুটা আন্দাজ করতে পারছেন এ দেশের জনগণ।
