কলকাতায় বইমেলা শুরু হচ্ছে সোমবার, থাকছে বাংলাদেশের স্টল

সোমবার কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। এতে অতিথি থাকবেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বইমেলার থিম কান্ট্রি স্পেনের মহাপরিচালক বুকস মারিয়া খোসে গালবেজ সালভাদর। অতিথি হিসেবে থাকবেন স্পেনের সাহিত্যিক লুইস গারসিয়া মন্টেরিও। বাংলা সাহিত্যে অবদানের জন্য প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এবারের মেলায় আজীবন সম্মাননা দেওয়া হবে।এবারের বইমেলায় ৯৫০টি স্টল থাকছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান, থাইল্যান্ডসহ ২০টি দেশের প্রকাশকেরা তাঁদের বই নিয়ে যোগ দেবেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।

বইমেলায় ৯টি তোরণ হচ্ছে। এর মধ্যে কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কবিতার শতবর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে অগ্নিবীণা তোরণ। এ ছাড়া স্পেনের তোলেদো গেটের আদলেও করা হবে একটি তোরণ। দুটি অডিটরিয়াম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারিচাঁদ সরকারের নামে। মেলায় থাকছে দুটি মুক্তমঞ্চ। একটি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন এবং অপরটি তরুণ মজুমদারের নামে।

ঐতিহ্যবাহী এই মেলায় বাংলাদেশের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ৪৩টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। বঙ্গভবনের আদলে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এবারের বইমেলায় ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *