পরিবহনের দুনিয়ায় একটি বড় পরিবর্তন এনেছে ঘরে পণ্য পৌঁছে দেওয়া বা ‘হোম ডেলিভারি’ সেবা। বিশ্বজুড়ে এই সেবার কল্যাণে দিন কিংবা গভীর রাত—সব সময় পৌঁছে যাচ্ছে চাহিদামতো পণ্য। কিন্তু এ নিয়ে বিপত্তিও রয়েছে। এমন একটি বিপত্তি দেখা গেল যুক্তরাষ্ট্রে। সেখানে বাস্কেটবল মাঠে ম্যাচ চলাকালে ঢুকে পড়লেন এক ডেলিভারিম্যান।আটলান্টিক টেন ম্যাচকাপ টুর্নামেন্ট আয়োজন করা হয় আটলান্টিক টেন কনফারেন্সের অংশ হিসেবে। আটলান্টিক টেন কনফারেন্সের খেলাধুলার এই আসর শুরু হয় ১৯৭৬ সালে। ওই বছর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে এই খেলা হলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এ নিয়ে বেশ আলোচনা হয়। এমনকি টেলিভিশনে প্রচার করা হয় এই টুর্নামেন্ট।
যাহোক, এমন একটি বাস্কেটবল ম্যাচে ঢুকে পড়েছিলেন ডেলিভারিম্যান। তিনি আসলে এক ব্যক্তিকে খুঁজছিলেন, যিনি কিনা খাবার অর্ডার করেছিলেন।খাবারটি ছিল পরিচিত একটি চেইন শপের। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ওই ডেলিভারিম্যান প্রায় ১০ মিনিট ধরে খাবার অর্ডার করা ওই ব্যক্তিকে খুঁজছিলেন। এতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে খেলা বন্ধ রাখে। ইএসপিএনের খবরে বলা হয়েছে, যিনি খাবার অর্ডার করেছিলেন, তিনি আসলে রেফারি।
এই খেলা দেখতে আসা দর্শকেরা যেমন এই ঘটনা বিশ্বাস করতে পারেননি, তেমনি খেলার ধারাভাষ্যকারের কাছেও ঘটনাটি ছিল অবিশ্বাস্য। এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, এমন কেউ কি খাবার অর্ডার করেছেন, যিনি এই কোর্টে রয়েছেন?তবে ওই ডেলিভারিম্যান কীভাবে খেলার মাঠে ঢুকলেন, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। এই ভিডিও দেখার পর অনেকেই খেলার মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ভিডিও দেখার পর একজন প্রশ্ন করেছেন, কীভাবে ওই ব্যক্তি মাঠে প্রবেশ করলেন? আরেকজন লিখেছেন, ওই ডেলিভারিম্যানকে কাজটি করতে হতো। এভাবে একটা খেলা চলতে পারে না।
- যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গে ডুকেন ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইউপিএমসি কুপার ফিল্ড হাউসে বসেছিল আটলান্টিক টেন ম্যাচকাপের খেলা। সেখানে চলছিল লয়াল শিকাগো ও ডুকেনের মধ্যকার ম্যাচ। এই ম্যাচে ঘটে এমন ঘটনা।
