হাতুড়ি নিয়ে পল পেলোসির ওপর হামলার ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে চালানো হামলার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভিডিওতে গত বছরের অক্টোবরে পল পেলোসির বাড়ির দরজায় এসে পুলিশ সদস্যদের হামলাকারীকে প্রতিহত করতে দেখা যায়।

পল পেলোসির ওপর হামলার ঘটনার ভিডিও চিত্র প্রকাশ করার অনুমতি দিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের একটি আদালত। রুলে আদালত বলেছেন, পল পেলোসির ওপর হামলার ভিডিও চিত্রটি যাতে সবাই দেখতে পারেন, এ জন্য ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসকে অবশ্যই এটি প্রকাশ করতে হবে।পল পেলোসির ওপর হামলায় জড়িত ব্যক্তির নাম ডেভিড ডেপাপে। একাধিক অভিযোগ আনা হলেও তিনি কোনো অভিযোগের দায় স্বীকার করেননি।প্রকাশিত হওয়া ভিডিওতে দেখা যায়, ২৮ অক্টোবর রাতে পল পেলোসির বাড়িতে ঢুকছেন সান ফ্রান্সিসকো পুলিশের কয়েকজন সদস্য। এ সময় ডেভিড ডেপাপে ও পল পেলোসি—দুজনের হাতে হাতুড়ি দেখা যায়। হামলার আগে পুলিশ সদস্যরা ডেভিডকে হাতুড়ি ফেলে দিতে বলছিলেন। কিন্তু এরপরও তিনি হামলা করেন।গতকাল শুক্রবার এক বিবৃতিতে ন্যান্সি পেলোসি বলেন, ‘আমার স্বামীর প্রাণনাশের জন্য তাঁর ওপর হামলা চালানোর এ ঘটনা দেখার কোনো ইচ্ছা আমার নেই। এ ঘটনা নিয়ে আমি আর কোনো বিবৃতি দেব না। তবে যাঁরা আমাদের পাশে ছিলেন, সেই সব শুভাকাঙক্ষীকে ধন্যবাদ জানানো ও পলের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে।’

পুলিশ বলছে, ডেভিড ডেপাপে (৪২) সেদিন পল পেলোসিকে বেঁধে রেখে ন্যান্সির বাড়ি আসার জন্য অপেক্ষা করতে চেয়েছিলেন। তবে এর আগে পল পেলোসি ৯১১-এ ডায়াল করে পুলিশকে ঘটনাটি জানান। এরপরই পুলিশ এসে হামলাকারীকে গ্রেপ্তার করে এবং পল পেলোসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *