সুকেশের বিরুদ্ধে অভিযোগ–পালটা অভিযোগের মধ্যে গতকাল সকালে এক ফেসবুক পোস্টে নোরা ফাতেহির চাপা অভিমানের কথা প্রকাশ্যে এসেছেকথাগুলো তাঁর একটি মিউজিক ভিডিও থেকে নেওয়া, সেখান থেকে ধার করে নোরা ফেসবুকে লিখেছেন, ‘যারা আমাকে ছেড়ে চলে গেছে, যাক। আমিও তোমাদের ছেড়েছি।মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নোরার পোস্টটি প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে, নব্বই হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে, প্রায় ৯ হাজার কমেন্ট করেছেন ফেসবুক ব্যবহারকারীরাদিন দুয়েক আগে আদালতে সুকেশকে ঠকবাজ বলেছিলেন নোরা ফাতেহি। এরপর এক চিঠিতে সুকেশ বলেছেন, জ্যাকুলিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন নোরা।
