জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বের ওপর আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে জি এম কাদেরের করা আপিল গ্রহণযোগ্যতার আবেদন খারিজ করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের করা আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি করেন তাঁর আইনজীবী সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে আদালত তা খারিজ করেন। এর ফলে জি এম কাদেরের ওপর বিচারিক আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহালই থাকছে। আপিল আবেদন খারিজ হওয়ার আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হবে।দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের ওপর আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা খারিজ আদেশের বিরুদ্ধে করা বিবিধ আপিল আবেদন বিষয়ে ৯ জানুয়ারি শুনানি গ্রহণ করেন ঢাকার জেলা জজ আদালত। পরে ১৫ জানুয়ারি (রোববার) আদেশের জন্য দিন ধার্য করেন। তবে সেদিন কোনো আদেশ হয়নি। বৃহস্পতিবার আপিল আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে পুনরায় শুনানি গ্রহণ করা হয়।গত ৩০ অক্টোবর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। এই আদেশ খারিজ চেয়ে আবেদন করেছিলেন জি এম কাদের। সেটিও খারিজ হয়ে যায়। পরে খারিজের ওই আদেশ চ্যালেঞ্জ করে গত ২৩ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে এই আপিল আবেদন করেন জি এম কাদের।
