সিলেট ও চট্টগ্রামের পর এবার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’ সিজন-৭ এর অডিশন পর্ব শুরু হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগে। আগামী শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগের প্রাথমিক অডিশন একই সঙ্গে রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এই দুই বিভাগের আগ্রহী প্রতিযোগীদের অডিশনের জন্য ২০ জানুয়ারি সকাল ৯টায় রাজশাহীর শহীদ মামুন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে স্বশরীর উপস্থিত থাকতে বলা হয়েছে।এসব তথ্য জানিয়েছেন সেরাকণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান। তিনি জানান, যাঁরা ইতিমধ্যে অডিশনের জন্য রেজিট্রেশন করেছেন, তাঁরাসহ যাঁরা করেননি তাঁরাও ২০ জানুয়ারি ভেন্যুতে এসে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। তিনি আরও জানান, অডিশন ও প্রাথমিক বাছাইপর্বের বিচারকার্যে কারা বিচারক হবেন, সেটি স্বচ্ছতার কারণে গোপন রাখা হচ্ছে।গত ২৯ নভেম্বর ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭–এর ঘোষণার পরই শুরু হয় রেজিস্ট্রেশন। ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তর আমেরিকার প্রতিযোগীরা অডিশনে অংশ নেন। আয়োজকেরা জানান, এবারের আসরে বয়সের বাধ্যবাধকতা না থাকায় প্রতিযোগীরা রীতিমতো হুমড়ি খেয়ে অংশ নিচ্ছেন।
‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ–২০২৩’–এর প্রধান বিচারক ও কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।‘গানে আওয়াজ তোলো প্রাণে’ এই স্লোগান সামনে রেখে ২০০৮ সালের ৪ এপ্রিল শুরু হয় রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ। দেশ ও দেশের বাইরে থেকে বাংলা গানে প্রতিভাবান তরুণ-তরুণীদের পরিচয় করিয়ে দিতেই সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এই রিয়েলিটি শো। প্রতিভা অন্বেষণের জন্য দেশ ও দেশের বাইরে সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে রিয়েলিটি শো সেরাকণ্ঠ। একে একে পার করেছে ছয়টি আসর। দেশের আনাচকানাচ প্রতিভাবান সংগীতশিল্পীদের খুঁজে বের করতে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর আয়োজকেরা ছুটে যান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
আয়োজকদের সঙ্গে যুক্ত থাকেন দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরাও। রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রতিটি বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুণী সংগীতশিল্পীরা হাজারো প্রতিযোগীর মধ্য থেকে প্রতিবারই খুঁজে বের করেন সেরা সব প্রতিভাকে। মধ্যে কয়েক বছর এই আয়োজন বন্ধ ছিল। বিরতির পর আবারও শুরু হয়েছে এ আয়োজন।সেরাকণ্ঠে অংশ নেওয়া প্রায় সব কণ্ঠশিল্পী সংগীতাঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। এরই মধ্যে একাধিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে ২০০৮ সালের প্রথম রানারআপ ইমরানের। তিনি ব্যস্ত আছেন স্টেজ শো, প্লেব্যাক ও নাটকের গানে কণ্ঠ দেওয়ার কাজে। একই রকম ব্যস্ততায় আছেন সেরাকণ্ঠ ২০০৯ সালের চ্যাম্পিয়ন কোনাল। স্টেজ শো, প্লেব্যাক ও নাটকের গান ও অডিও গান প্রকাশের সঙ্গে কোনাল সংগীতবিষয়ক বিশেষ অনুষ্ঠান উপস্থাপনার কাজেও নিজেকে যুক্ত রেখেছেন।
