টুইটারে বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য আসতে চলেছে বলে জানিয়েছেন ইলন মাস্ক। যার মধ্যে থাকছে টুইটগুলি সহজে ডান/বামে সোয়াইপ করার সুবিধা। এছাড়াও থাকছে বুকমার্ক বাটন, যা ওয়েব ব্রাউজ়ারের মতো কাজ করবে। মাস্ক জানিয়েছেন এই পরিবর্তনগুলি ফেব্রুয়ারি শুরুর দিকে আনা হবে । শুধু তাই নয় ফেব্রুয়ারির গোড়া থেকেই বড়সড় টুইট করা যাবে। নেটিজেনরা নতুন পরিবর্তনগুলোর অপেক্ষায় আছেন। একজন ব্যবহারকারী লিখেছেন-”এখনও পর্যন্ত নতুন পরিবর্তন এবং আপডেটগুলি ভাল লেগেছে, দীর্ঘ ফর্মের টুইটগুলির জন্য অপেক্ষায় আছি। ”অন্য একজন লিখেছেন -”এটা দারুণ খবর। টুইটারের বিকাশ অবিশ্বাস্যভাবে দ্রুত হয়েছে। ভাল কাজ চালিয়ে যান! ”একজন ব্যবহারকারী বড়সড় টুইট ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছেন।
ওই ব্যবহারকারী লিখেছেন-”লম্বা টুইট করার বিষয়ে সতর্ক থাকুন। প্রথমে নীল সাব-এর জন্য ছোট পরীক্ষা রোলআউট করুন…টুইটারের সৌন্দর্যের অংশ হল কীভাবে আমরা আমাদের বক্তব্য সংক্ষিপ্তভাবে লিখতে পারি এবং আমার মূল (sic) বার্তা সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে পারি। ”এদিকে, ৭ জানুয়ারি ব্লুমবার্গ নিউজ রিপোর্ট অনুসারে, টুইটার ঘৃণামূলক বক্তব্য এবং হয়রানির জন্য দায়ী ইউনিটে আরও বেশি কর্মী হ্রাস করেছে এবং সেইসাথে বিশ্বব্যাপী বিষয়বস্তু পরিচালনাকারী ট্রাস্ট গঠন করেছে । এর মধ্যেই কোম্পানির ডাবলিন এবং সিঙ্গাপুর সদর দফতরের ৬ জানুয়ারি রাতে কমপক্ষে এক ডজন কর্মী ছাঁটাই করা হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নুর আজহার বিন আইয়ব, যাকে সবেমাত্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাইট ইন্টিগ্রিটি ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং টুইটারের রাজস্ব নীতির সিনিয়র ডিরেক্টর অ্যানালুইসা ডমিঙ্গুয়েজ, উভয়েই টুইটার ছেড়ে চলে গেছেন। ভুল তথ্য, আন্তর্জাতিক প্রচার এবং রাষ্ট্রীয় মিডিয়া নীতির দায়িত্বে থাকা টিমগুলির কর্মচারীদেরও বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে ।
