টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে আসিফ ইমরান (২৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইমরান বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে।

বুধবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার সকালে টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউর ২,১০০ ব্লকে নিজ বাড়ির সামনের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ। ঘাতকদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় পুলিশ।

নিহতের খালু টেক্সাসের বাসিন্দা ফেরদৌস বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসিফকে কারা এবং কেন গুলি করে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে পুলিশ ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে।

তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘শনিবার আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছালে একদল বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই মারা যান আসিফ। সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে আসিফের রক্তাক্ত লাশ উদ্ধার করে’।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইরে থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

ফেরদৌস বারী জানান, ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন আসিফ। লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন, তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *