ভেটনর সিটিতে প্রবাসী  দীপালি রায় পুরকায়স্থর দেহাবসান

হ-বাংলা নিউজঃ সুব্রত চৌধুরী- 

নিউজার্সি রাজ্যের ভেটনর সিটিতে বসবাসরত প্রবাসী দীপালি রায় পুরকায়স্থ গত এগারো ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে অসুস্থতাজনিত কারণে আটলান্টিক কেয়ার হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশি বছর। তিনি এক পুত্র, এক কন্যা, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস ছিল  সিলেটের বড়লেখা  গ্রামে। বারো  ডিসেম্বর, শুক্রবার দুপুরে  স্হানীয় ফিউনেরাল হোমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।তাঁর স্বামী স্বর্গীয় জি কে রায় পুরকায়স্থ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছিলেন।

 বিশিষ্ট সমাজসেবিকা, ধর্মানুরাগী  দীপালি রায় পুরকায়স্থর
মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ড এর সভাপতি আবদুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, জাগরণী কালচারাল সোসাইটি ইনক ,আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব, লায়নস ক্লাব ডিস্ট্রিক্ট ১৬এল এর নেতৃবৃন্দ 

সহ বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *