আটলান্টিক  সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত 

হ-বাংলা নিউজঃ

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির  মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে।  ১৫ ডিসেম্বর,সোমবার সন্ধ্যায় 

স্হানীয় একটি ভেনুতে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।

            সভায় উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি

স্মল সিনিয়র, ডঃ লা কোয়েটা স্মল, কাউন্সিল এট লারজ স্টিফানি

মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি, সোহেল আহমেদ, আবদুর রফিক,ডেমোক্র্যাট কমিটি পারসন সুব্রত চৌধুরী, জেফ ডরসি, জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা।

              সভায় কংগ্রেসম‍্যান পদে ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী  বেইলি উইন্ডসর তাঁর মিশন ও ভিশন উপস্থিত দলীয় নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকদের সামনে তুলে ধরেন ।

                 সভায় আগামী বছরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের সর্বাত্নক সহযোগীতা করা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃবৃন্দ  আলোচনা করেন।

                   এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য  বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *