হ-বাংলা নিউজঃ
সুব্রত চৌধুরী-
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ১৬ ডিসেম্বর, মংগলবার মহান বিজয় দিবস উপলক্ষে কার র্যালির আয়োজন করা হয়েছিল ।
সিটির বেদের ফিল্ড থেক ওইদিন বিকেল চারটা বাজার পর
বর্নাঢ্য এই কার ব্যালির যাত্রা শুরু হয় এবং শহর প্রদক্ষিণ করে বেদের ফিল্ডে এসে শেষ হয় ।
বেংগল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কার র্যালিতে স্বদেশপ্রেমে
উদ্বুদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন ।
আমেরিকার বুকে লাল সবুজের পতাকা ওড়ানো আর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের জয়গানে মুখর হতে বর্নাঢ্য এই কার র্যালির আয়োজন করা হয়েছিল ।
কার র্যালি চলাকালে বাংলাদেশের জাতীয় সংগীত ও যুদ্ধদিনের কালজয়ী গান অনুপ্রাণিত করে প্রবাসীদের।
বেংগল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ কার র্যালিতে অংশ গ্রহণ করায় প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানান ।
