আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের বিজয় দিবস ক‍্যারম টুর্নামেন্ট সম্পন্ন

হ-বাংলা নিউজঃ

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ওপেন ক‍্যারম (দ্বৈত) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

গত ষোলো ডিসেম্বর , মংগলবার সন্ধ্যায় সিটির আর্কটিক এভিনিউতে অবস্থিত সংগঠনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হেলাল হাসান ও মাসুম বাউল জুটি এবং রানার্স আপ হয়েছেন রহমান বাবুল ও ইউসুফ আলী জুটি ।

চ্যাম্পিয়ন জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন বেঙ্গল ক্লাবের সম্মানিত সদস্য স‍্যাম আহমেদ মাসুদ এবং রানার আপ জুটির হাতে ট্রফি তুলে দেন কামরুল হাসান আমজাদ। তৃতীয় স্থান অধিকারী  তপু ও জুবেল এর মাঝে পুরস্কার বিতরণ করেন  মোঃ মজনু । 

 আটলান্টিক সিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী এই টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।

ক‍্যারম টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় ছিলেন হেলাল হাসান,মামুন ইসলাম,বাদল বাড়ৈ, শহিদুল ইসলাম পিংকি,কায়সার, আনিস জুয়েল,সমুয়েল গহর,আরিফ লিমন,সোহেল আহমেদ ও আসিফ আনোয়ার। 

বেংগল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ বিজয় দিবস ওপেন ক‍্যারম টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য ক্লাবের পক্ষ থেকে বেঙ্গল ক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ কমিউনিটির লোকজনকে আন্তরিক ধন্যবাদ জানান।

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস ‍ ক‍্যারম টুর্নামেন্টটি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *