হ-বাংলা নিউজ: মামুন কাজী আজিজ – তুমি কেমন করে গান কর হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি।
আজ উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী জীবন্ত কিংবদন্তি রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন।যিনি তার সুরের মূর্ছনায় বিমোহিত করে রেখেছেন আমাদের গোটা বাঙ্গালি জাতিকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়েও সুরের টানে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি চলে যান রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে। সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ প্রমুখ সঙ্গীতজ্ঞদের সান্নিধ্য লাভ করেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত এই গুণী শিল্পী সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার সম্মাননা পেয়েছেন। এবং ২০২৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পদক দিয়ে সম্মানিত করে।অমর একুশের চেতনায় উজ্জীবিত কিংবদন্তি এই রবীন্দ্র সংগীতশিল্পী আমার বিশেষ অনুরোধ ও আমন্ত্রণে ২০২২ সালে ফিনিক্সে অনুষ্টিত আরিজোনা অমর একুশে উদযাপন কমিটির একুশে অনুষ্টানে গান পরিবেশন করতে এসেছিলেন সুদূর ঢাকা থেকে।
সাথে এনেছিলেন কন্যা সুকন্ঠী প্রিয়দর্শিনীকে। মা ও মেয়ে আরিজোনার অমর একুশের মঞ্চে পরিবেশন করলেন একুশটি বাংলা গান। স্মরনকালে ফিনিক্সে প্রথম ও সর্ববৃহৎ এই বর্ণাঢ্য অমর একুশে অনুষ্টানে তিনি তার সুমধুর কন্ঠে আমাদের যেমন বিমুগ্ধ করেছেন তেমনি একই সাথে উপস্হিত থেকে সন্মানিত করেছেন আরিজোনা অমর একুশে চেতনার অনুষ্টানটিকে।

প্রিয় বন্যাদি, আমার ও আরিজোনা অমর একুশের পক্ষ থেকে আপনাকে জানাই শ্রদ্ধা ও জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশীর্বাদ করবেন আমাকে। আর বেধে রাখবেন আমাদের আপনার সুরের মায়াজালে অবিরাম ❤️
- ছবিগুলো ২০২২ সালে ফিনিক্সে অনুষ্ঠিত আরিজোনা অমর একুশের এ্যালবাম থেকে সংগৃহীত।
