ঢাকার সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু বকর সিদ্দিক নামে এক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড গুরুতর আহত হয়েছেন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু বকর সিদ্দিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসি ল্যান্ড হিসেবে কর্মরত। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী বলে জানা গেছে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এ খবরের সত্যতা নিশ্চিত করেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নামার পর আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন তাঁর পথ রোধ করে। এরপর তাঁকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে টাকাপয়সা ও মুঠোফোন নিয়ে নেয়। দুর্বৃত্তরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের দেয়াল টপকে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
