হ-বাংলা নিউজ:
জাতীয় নাগরিক কমিটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একটি প্রতিনিধি কমিটি গঠন করেছে। ১০৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে, যারা নতুন বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে কাজ করছেন।
শুক্রবার রাতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধি কমিটি জুলাই মাসের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে একটি নতুন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— ডা. আসিফ ইকবাল, ডা. সালাহ উদ্দিন আহমেদ, ডা. শাহরিয়ার কবির, ডা. রবিউল ইসলাম, ডা. মোবারক হোসেন, ডা. মাইনুল হাসান, ডা. গওসুল আজম, ডা. সুমন রান, ডা. ইমরান হোসেন, ডা. তারেক কামাল, ডা. আমিনুর রহমান, ডা. আশরাফুল ইসলাম, ডা. মো. আসাদুজ্জামান প্রমুখ।
জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করেছিল। নাগরিক কমিটি এখন ‘অভ্যুত্থানের শক্তি’কে সংগঠিত করে তরুণ নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে।
