হ-বাংলা নিউজ: রোববার, মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোনের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মো. নাহিদ ইসলাম নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানান।
তিনি যুব সমাজের আগ্রহ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে মোবাইল ফোনের কলরেট কমানো এবং ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর জন্য আহ্বান জানান।

বৈঠকে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সফলভাবে সময় পার করতে পারলে দেশ পুনরুজ্জীবিত হবে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। অন্যথায়, দেশ পিছিয়ে পড়বে। তিনি বলেন, যেহেতু আন্দোলন কর্মসংস্থানকে কেন্দ্র করে শুরু হয়েছিল, তাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে কাজ করার জন্য এখন উপযুক্ত সময়, এবং অন্তর্বর্তী সরকার জনসমর্থিত হওয়ায় দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে আগ্রহী। টেলিকম খাতের উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, আগে টেলিযোগাযোগ খাতে কথা বলার মতো পরিবেশ ছিল না, কিন্তু এখন পরিবর্তন এসেছে এবং আলোচনা ও ফিডব্যাক সম্ভব হচ্ছে, যা টেলিকম খাতের জন্য ইতিবাচক।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠী জানান, গত ১৫ বছরে টেলিকম খাতে বিভিন্ন কমিশন বেইজড লেয়ার তৈরি হয়েছে, যার ফলে মোবাইল অপারেটরদের মুনাফা ক্ষুণ্ণ হচ্ছে। বৈঠকে রবির ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল আলম এবং গ্রামীণফোনের নতুন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
