হ-বাংলা নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে একটি গুজব, যেখানে বলা হচ্ছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন লিজ দিচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সেন্টমার্টিনের লিজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। গুজবের এই পরিস্থিতি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া এই গুজব সম্পর্কে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের জন্য প্রতিষ্ঠিত প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজে একটি পোস্ট করা হয়।
পোস্টে জানানো হয়েছে, একটি ফেসবুক পোস্টে সেনাবাহিনীর চুক্তির একটি ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের একজন দাবি করেছেন, “ডিল ডান, সেন্ট মার্টিন গন?”
এটি উল্লেখযোগ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলমান রয়েছে। এর সপ্তম আসর গত বছর (২০২৩) ১৪ থেকে ১৬ আগস্ট হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়।
সেন্টমার্টিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের পোস্ট সম্পূর্ণ গুজব। অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা কোনো বিদেশি দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার কোনো পরিকল্পনা করছে না।
