আমেরিকান প্রেসক্লাব  অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ পূর্ণ নির্বাচিত     

 হ-বাংলা নিউজ: হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ আমেরিকান প্রেসক্লাব  অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ  পূর্ণ  নির্বাচিত হয়েছেন ।গত  রবিবার,৯ নভেম্বর ২০২৫,দুপুর ২টায় নিউইয়র্কের  অষ্ট্রিয়ার বার্গার কিংএ এক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২০২৬-২০২৮ সনের জন‍্য এ কমিটি হঠান করা হয়েছে ।খবর আইবিএননিউজ ।সভায় সভাপতিত্ব করেন আমেরিকান প্রেসক্লাব  অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।সভায় সর্ব সম্মতিক্রমে অন‍্যনা পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন,সহ-সভাপতি মোঃ নাসির,আলমগীর ভূঁইয়া,বিশ্বজিৎ সাহা,সুহাস বড়ুয়া,দেলওয়ার মানিক,জনপ্রিয়  নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি,মীর ডিনার হোসেন,একেএম ফায়জুললাহ বাদল,সরদার আল মামুন ও পংকজ রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ,ফিরোজ আহমেদ কল্লোল,আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃপাপপু চৌধুরী ।অন‍্যান‍্য পদের নাম পরে ঘোষণা করা হবে ।সভায় কয়েক জন  উপদেষ্টার নাম ঘোষণা করা হেয়েছে তাঁরা হলেন কলামিস্ট এমএ সালাম,মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন,কলামিস্ট ড.প্রদীপ রজ্ঞন কর,এবিএম ওসমান গনি প্রমুখ ।সভায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।বাংলাদেশে সাংবাদিক,লেখক ও কলামিস্টের উপর সরকারের নিয়ন্ত্রণ, নির্যাতন ও নিপীড়নের ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় ।শেষে দুপুরের খাবার এরপর সভা সমাপ্তি ঘোষনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *