ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড–সংক্রান্ত তথ্য চেয়ে ইউজিসির চিঠি

আইনি জটিলতায় নতুন মোড়

স্টাফ রিপোর্টার:
ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড, নিবন্ধন ও পরিচালনা–সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আরজেএসসি–কে (Registrar of Joint Stock Companies) একটি বিস্তারিত তথ্য চেয়ে পত্র পাঠিয়েছে। ২ জুলাই ২০২৫ তারিখে জারি করা ইউজিসির একাডেমিক শাখার এই পত্রে ৭ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়।

একাধিক বোর্ড, পরস্পরবিরোধী কাগজপত্র

ইউজিসি তাদের চিঠিতে জানায়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন ও বোর্ড গঠনের ক্ষেত্রে অস্বাভাবিকতা ও পরস্পরবিরোধী দলিল পাওয়া গেছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়—

  • একই বিশ্ববিদ্যালয়ের নামে দুই ধরনের নেম ক্লিয়ারেন্স রয়েছে (“BRITANNIA UNIVERSITY” ও “britannia university”)
  • ২০১১ সালের IV-102/11 ও IV-113/11 নথিতে ১২ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি RJSC–তে লিপিবদ্ধ
  • পরবর্তীকালে সৈয়দ এহসানুল হক কর্তৃক ৩ সদস্য পদত্যাগ দেখিয়ে নতুন একটি নির্বাহী কমিটি জমা দেওয়া হয়
  • আবার একটি পৃথক ১৯ সদস্যবিশিষ্ট অন্য সোসাইটি দলিল (IV-92/11) RJSC–তে জমা রয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন

ইউজিসি বলছে, এসব নথির মধ্যে কোনটি বৈধ এবং কে বিশ্ববিদ্যালয়টির প্রকৃত ট্রাস্টি/বোর্ড–এ বিষয়ে সুস্পষ্ট আইনি অবস্থান প্রয়োজন।

আরজেএসসি–কে ৭ দফা তথ্য চেয়েছে ইউজিসি

চিঠিতে আরজেএসসি–কে যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো—

  1. এ পর্যন্ত RJSC–তে লিপিবদ্ধ সব নির্বাহী কমিটির (Executive Committee) তালিকা ও বৈধতা–সংক্রান্ত নথি
  2. RJSC–র অনলাইন কার্যক্রম শুরু হওয়ার আগে–পরে নিবন্ধন প্রক্রিয়ার বিবরণ
  3. একই নামে দুই রকম নেম ক্লিয়ারেন্সের ব্যাখ্যা
  4. প্রথম ১২ সদস্যের কমিটি কীভাবে নিবন্ধিত হলো এবং পরবর্তী কমিটি নিবন্ধনের ক্ষেত্রে বোর্ড রেজুলেশনের কপি সরবরাহ করা হয়েছিল কি না
  5. ১৯ সদস্যের দলিল RJSC কেন গ্রহণ করল এবং কোন আইন অনুযায়ী—তার ব্যাখ্যা
  6. বোর্ড রেজুলেশন ছাড়া কোনো নির্বাহী কমিটি RJSC–তে দাখিল হয়েছে কি না
  7. সোসাইটি রেজিস্ট্রেশন আইন, ১৮৬০ ও ট্রাস্ট আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বর্তমান বৈধ মালিকানা, বোর্ড অব ট্রাস্টিজ ও নির্বাহী কমিটি–সংক্রান্ত সনদপ্রাপ্ত কপি

এছাড়া ইউজিসি তাদের তদারকি কমিটির কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুততম সময়ে এসব নথি সরবরাহের অনুরোধ জানায়।

তদারকি কমিটিতে রয়েছেন দেশের দুই উপাচার্য

ইউজিসির গঠিত তদন্ত/তদারকি কমিটির প্রধান হলেন—

  • প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
    এবং সদস্য—
  • প্রফেসর মুহাম্মদ ইসমাইল, উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির ওপর বাড়ছে নজরদারি

সম্প্রতি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে অব্যবস্থাপনা, স্বচ্ছতার সংকট, ট্রাস্টি বোর্ড পরিবর্তনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউজিসি পর্যায়ক্রমে পরিদর্শন, তদন্ত ও নথি যাচাই শুরু করে।

একই প্রতিষ্ঠানের নামে একাধিক বোর্ড ও সোসাইটি নিবন্ধন, ভিন্ন ভিন্ন দলিল এবং দায়িত্বশীল ব্যক্তিদের অভিযোগ–বিরোধী বক্তব্য—সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈধ নেতৃত্ব ও মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পরবর্তী পদক্ষেপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *