জাতীয় কবিতা উৎসব-২৫ আয়োজনের ঘোষণা, আগামী ১ ও ২ ফেব্রুয়ারি

হ-বাংলা নিউজ:

জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে, আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব-২৫’। শনিবার, জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

কবি মোহন রায়হান বলেন, “‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’ এই স্লোগানকে ধারণ করে ঢাকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’।”

এ উৎসব আয়োজনের জন্য কবি মোহন রায়হানকে আহ্বায়ক, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি শাহীন রেজাকে যুগ্ম আহ্বায়ক, এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয়ক করে একটি উৎসব পরিষদ গঠন করা হয়েছে। এছাড়া, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অধীনে ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছে গুরুত্বপূর্ণ কবিরা।

এ উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র দোতলায় উৎসব দপ্তর চালু করা হয়েছে, যেখানে কবিদের নাম রেজিস্ট্রেশনসহ উৎসবের সকল প্রস্তুতির কাজ চলছে। দপ্তরটি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া, আগ্রহী কবিরা অনলাইন রেজিস্ট্রেশনও করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, লেখক-গবেষক ও কবি সলিমুল্লাহ খান, ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগী, কবি সোহরাব হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *