বাংলাদেশে ৪০ হাজার কুরবানির পশুর মাংস পাঠাবে সৌদি আরব

হ-বাংলা নিউজ: 

বাংলাদেশে ৪০ হাজার কুরবানির পশুর মাংস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করেছে।

রয়্যাল দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানায়, সৌদি আরব হজ্ব মৌসুম ১৪৪৫ হিজরির কুরবানির মাংস প্রকল্পের আওতায় মুসলিম বিশ্বের বিভিন্ন উপকারভোগী দেশের মধ্যে মাংস বিতরণ করবে। এর অংশ হিসেবে বাংলাদেশে ৪০ হাজার কুরবানির পশুর মাংস প্রেরণ করা হবে, যা মোট ১৩,৬৮০ কার্টনে বিতরণ করা হবে এবং ২৪টি কন্টেইনারে থাকা মাংস ২৬ অক্টোবর চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি দূতাবাস বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চালান গ্রহণ এবং এর সুষ্ঠু বিতরণ প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, সৌদি আরবের রয়্যাল দূতাবাস এই সুযোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তাদের গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *