৫ আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়া সঠিক নয়, মন্তব্য আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের

হ-বাংলা নিউজ: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ৫ আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়া নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা করা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না, তবে এখনো ঢালাওভাবে গায়েবি মামলা চলেছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর।” তিনি আরও বলেন, “এই সংকট মোকাবিলায় কী করা যেতে পারে, সে বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যদের কাছ থেকে পরামর্শ চেয়েছি।”

বিচার বিভাগে সংস্কারের বিষয়ে তার মন্তব্যে, ড. নজরুল জানান, বিচারকদের নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে। “বিচার প্রশাসনে রাজনৈতিক প্রভাব ঠেকাতে উচ্চ আদালতে বিচারকদের নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে,” বলেন তিনি। তিনি আরো উল্লেখ করেন, “২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেটি বাতিল করা হয়।”

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে তিনি বলেন, “কমিশন অনেক সীমাবদ্ধতার মধ্যেও কার্যকরভাবে কাজ করছে এবং তার ফলশ্রুতিতে সরকার আশাবাদী। যদি কমিশন যেভাবে কাজ করছে, তা বাস্তবায়ন করা হয়, তবে বিচার বিভাগে কোনো সমস্যা থাকবে না।” পরবর্তীতে নতুন আইনে প্রধান বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের বিষয়েও তিনি মন্তব্য করেন।

এদিকে, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলী জানিয়েছেন, “কমিশনের পক্ষ থেকে দ্রুতই অন্তর্বর্তী সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *